muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের পঞ্চম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত সাময়িকভাবে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য  আজ শনিবার দুপুরে সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। 

গণপূর্ত বিভাগ ময়মনসিংহের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, মমেক এর অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ, মমেকহা এর উপ-পরিচালক ডাঃ লক্ষীনারায়ন মজুমদার, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ আবুল কাশেম, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান,  হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার আলীরেজা সিদ্দিকী, উপ-বিভাগীয় প্রকৌশলী সৌরভ রায়, উপবিভাগীয় প্রকৌশলী ই/এম আনোয়ার হোসেন প্রমুখ।

এখন থেকে ময়মনসিংহে করোনায় আক্রান্ত সকল রোগীর চিকিৎসা এখানে করা হবে। উল্লেখ্য,  এখানে ৪০ টি কেবিন ও ১২০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা হবে।

Tags: