muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পার্বতীপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনাজপুরের পার্বতীপুরে বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ওষুধ সরবরাহ করেছে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এর আয়োজন করা হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে শরীরের তাপমাত্রা নির্ণয়ের পর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন তারা।

এসময় গাইনী, শিশু বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসকরা ১৪৫ জন গর্ভবতী, ৯৫ জন শিশু, ৪৫ জন মহিলা ও ২০ জন পুরুষকে এ স্বাস্থ্য সেবার আওতায় চিকিৎসা সেবা প্রদান করেন। শরীরের তাপমাত্রা বেশি থাকায় কভিড-১৯ সন্দেহে আনোয়ারা (২৫) নামে এক গর্ভবতীর নামের এক মহিলার নমুনা সংগ্রহের পর রংপুর সিএমইইচে পাঠানো হয়েছে।

বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম পরিচালনা করেন ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল হাসমত উল্লাহ খান। এসময় গাইনী বিশেষজ্ঞ লেঃ কর্নেল আলিফা নাসরিন, শিশু বিশেষজ্ঞ লেঃ কর্নেল আফরোজা অক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিলরুবা ইয়াসমিন, ক্যাপ্টেন জারিফ হোসাইন খান, এডমিন অফিসার লেঃ রাশেদ, ক্যপ্টেন আশিক, এ এফএনএস অফিসার ক্যপ্টেন জামিলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags: