muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

‘এক-দুইজন নয়, দুই লাখ সদস্যের সেবা দিয়ে পুলিশকে বিচার করুন’

একজন-দুইজন পথভ্রষ্টকে দিয়ে নয়, দুই লাখ সদস্যের সেবা দিয়ে পুলিশ বাহিনীকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) বি‌কে‌লে কিশোরগঞ্জে ওয়ানস্টপ সা‌র্ভিস ডেস্ক উদ্বোধ‌নের পর জেলা পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে এক মতবিনিময় সভায় তি‌নি এ মন্তব্য ক‌রেন।

মিডিয়ার গুরুত্ব তুলে ধরে ডিআইজি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। সাধারণের মতো তাদের দেখলে হবে না, তাদের গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি-অপরাধ দূর করতে তাদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পুলিশের কোনো পথভ্রষ্ট সদস্য যদি অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজি ও লোকজনকে হয়রানি করে তাহলে আপনারা নির্ভিকভাবে এগুলো গণমাধ্যমে তুলে ধরবেন। যেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আপনাদের নিউজে প্রকৃতপক্ষে সামগ্রিকভাবে পুলিশ বাহিনী উপকৃত হবে।

সেনাবা‌হিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনা প্রসঙ্গে ডিআইজি বলেন, ডিউটিতে থাকার সময় পু‌লিশ গু‌লি কর‌তেই পা‌রে, সে‌টি ঠিক কি প‌রি‌স্থি‌তি‌তে ঘ‌টে‌ছিল তা জানা যা‌বে তদ‌ন্তের পর।

তিনি আরো ব‌লেন, এটি এক‌টি বি‌চ্ছিন্ন ঘটনা। সে‌টি দি‌য়ে পু‌রো পু‌লিশ বা‌হিনীর বিচার করা যা‌বে না। পু‌লিশ‌কে বিচার কর‌তে হ‌বে তার সা‌র্বিক কর্ম দি‌য়ে।

এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পিবিআই এর পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী প্রমুখ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags: