muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কারাগারেই মারা গেলেন কিশোরগঞ্জের ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোসলেম প্রধান (৬৭)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি এলাকার মৃত লাবু শেখের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোসলেম উদ্দিন প্রধান। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসলেম প্রধানকে মৃত ঘোষণা করেন।

হত্যা, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধে ২০১৭ সালের ১৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে মোসলেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

২০১৫ সালের ৬ জুলাই গভীর রাতে কামারহাটি গ্রাম থেকে রাজাকার মোসলেমকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।

Tags: