muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় পৌর নির্বাচনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় সাধারন কাউন্সিলর নির্বাচনে ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভালুকা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম নির্বাচনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগে রিটার্নিং অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুনরায় ভোট গননার দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

লিখিত অভিযোগে শফিকুল ইসলাম বলেন, ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার মৌখিক ভাবে আমাকে বিজয়ী ঘোষনা করেন এবং তিনি বলেন শফিকুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে ৮২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী তাওহিদুল ইসলাম আপন পাঞ্জাবী প্রতিক নিয়ে ৮১৯ ভোট পেয়ে দ্বীতিয় হয়েছে। চার বার ভোট গননার পরও আমি ৭ ভোটের ব্যাবধানে নির্বাচিত হই। কিন্তু প্রিজাইডিং অফিসার বলেন চুড়ান্ত লিখিত ফলাফল নির্বাচনি কন্ট্রোল রুম থেকে প্রকাশ করা হবে। কিন্তু কন্ট্রোল রুমে গিয়ে আমার নিকটতম প্রতিদ্বন্ধী তাওহিদুল ইসলাম আপনকে বিজয়ী ঘোষনা করা হয়। শফিকুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুনরায় নির্বাচন প্রদানের দাবী জানান। এদিকে অপর কাউন্সিলর প্রার্থী তাওহিদুল ইসলাম আপন সংবাদ সম্মেলন করে এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহিন বলে দাবি করে বলেন আমার পাঞ্জাবী প্রতিকের ব্যালট আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর বান্ডেলে ডুকিয়ে ভোট গগনা করায় আমার ভোট কম পরেছিলো কিন্তু কন্ট্রোল রুমে যাবার পর সবার সামনে ভোট গননার সময় তার বান্ডেলের ভিতরে আমার পাঞ্জাবী প্রতিকের ভোট পাওয়া যাওয়ায় তার ভোট কমে যায় এবং আমার ভোট বেড়ে যায়। আর আমি ২৭ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছি।

Tags: