
জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জামিন পেয়েছেন।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
খবরটি নিশ্চিত করেছেন কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, কিশোরের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই। কারাগার থেকে মুক্তির বিষয়টি দুই-তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে।
এর আগে ছয় বার কিশোরের জামিন আবেদন আদালতে নাকচ হয়। এরপর সবশেষ গত ১ মার্চ কিশোরের জামিন আবেদনের আদেশের তারিখ ৩ মার্চ নির্ধারণ করেন আদালত।
গত বছর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কিশোর ও মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ কিশোর, মুশতাক ও রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
পুলিশ জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাকি সাত আসামি— সাংবাদিক তাসনীম খলিল, সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার বিদেশে থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার কারাবন্দি মুশতাক মারা যান। পরদিন তাকে সমাহিত করা হয়।