muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

আ.লীগকে মাফ চেয়ে ক্ষমতা হস্তান্তর করতে বললেন ফখরুল

আওয়ামী লীগকে বাঁচাতে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তনে কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান, তাহলে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন। যোগ্য ব্যক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, নতুন সরকার আসুক।’

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। প্রতিদিন তিনি বিএনপিকে ছবক ও শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন।’

‘আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন এবং আপনাদের দলের লোকদের নিয়ে বলেন, সেগুলো শোনার পর আপনাদের থাকার কথা নয়, পদত্যাগ করা উচিত আপনাদের। আপনারা নিজেদের ঘরে মারামারি করে দুজনকে হত্যা করেছেন। কোনো বিচার নাই!’ যোগ করেন বিএনপি মহাসচিব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জেলা ও উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের চেহারা বদলে গেছে না? সব সময় চক চক করে। তারা এখন গাড়িতে চড়ে বেড়ায়। তাদের এই পরিবর্তন হয়েছে পাঁচ বছরের মধ্যে।’

এ সময় কৃষক দলের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সম্মেলন থেকে ফিরে গিয়ে কৃষকদের সংগঠিত করবেন। কৃষকদের সঙ্গে নিয়ে আপনারা একটা গণ-অভ্যুত্থানের সূচনা করবেন।’

আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি মন্তব্য করে তিনি বলেন, ‘এই কঠিন সময় আমাদের জাতির জীবনে সব চেয়ে বড় সমস্যা ও সংকট সৃষ্টি করেছে। এই কঠিন সময়টা কে তৈরি করেছে? একটি রাজনৈতিক দল এই কঠিন সময় তৈরি করেছে।’

সম্মেলনের প্রথম অধিবেশন মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে শোকপ্রস্তাব পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনটি আহ্বান শামসুজ্জামান দুদু এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

টানা ২২ বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন করতে জাতীয় সম্মেলন করছে জাতীয়তাবাদী কৃষক দল। এটা সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে।

Tags: