muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এশিয়া কাপে খেলছে না পাকিস্তান!

টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে ইচ্ছুক নয় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

করোনার কারণে ২০ ম্যাচ বাকি রেখে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করতে আগ্রহী পিসিবি।

পিসিবি চেয়ারম্যানের এমন বক্তব্যে এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের অংশগ্রহণে অনিশ্চয়তার দেখা দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের এই ঘরোয়া লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এক ঘন্টাব্যাপী এক ভার্চুয়াল মিটিং সারেন এহসান মানি ও পিসিবির কর্মকর্তারা।

আগামী জুনে পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে বলে আলোচনায় সিদ্ধান্ত নেয় পিসিবি। কিন্তু আগামী এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা। যে কারণে এশিয়া কাপের সূচির একই সময়ে পড়ে যাচ্ছে পিএসএলের বাকি অংশ।

এমন পরিস্থিতিতে পিএসএলকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে ফ্রাঞ্চাইজি ও ক্রিকেটারদের সাফ জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

অর্থাৎ পিএসএল চলাকালীন এশিয়া কাপ শুরু হলে পাকিস্তান তাদের ঘরোয়া লিগটি চালিয়ে যাবে। এশিয়া কাপে অংশ নেবে না।

পিসিবির এমন বক্তব্যের মধ্যেই জানা গেছে, এবারের এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, টুর্নামেন্টকে পিছিয়ে ২০২৩ সালে আয়োজন করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি।

সবশেষ এশিয়া কাপটি হয়েছিল ৫০ ওভারের ফরম্যাটে ২০১৮ সালে।

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

Tags: