muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভোলায় পানির ট্যাংকির বিষাক্ত গ্যাসে ৩ জনের মৃত্যু

ভােলায় নির্মাণাধীন একটি স্কুলের পানির ট্যাংকিতে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রমিক শামিম (২৩), রাকিব (২৪) এবং কৃষক আলাউদ্দিন (৪৮)।

স্থানীয়রা জানান, চাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন-পশ্চিম সরকারি চাচড়া প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ চলছিলাে। সকাল ১১টার দিকে রাশেদুজ্জামান পিটারের ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই শ্রমিক শামিম ও রাকিব ওই ভবনের পানির ট্যাংকির সেন্টারিং খুলতে ভিতরে প্রবেশ করেন। এসময় ওই দুই শ্রমিক ট্যাংকির ভিতরে আটকা পড়ে চিৎকার করতে থাকেন।

এসময় ঘটনাস্থলের পাশে থাকা আলাউদ্দিন নামে এক কৃষক টের পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকির ভিতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসেরর একটি উদ্ধারকারী দল পানির ট্যাংকির ভিতর থেকে ওই ৩ জনের মৃতদেহ উদ্ধার করে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা পল্লব কুমার হাজরা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির ট্যাংকির ভিতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

Tags: