muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আলুক্ষেতে আছড়ে পড়া বিমানের পাশে বসেছে মেলা

রাজশাহীর তানোরে মাঠের মধ্যে আছড়ে পড়া প্রশিক্ষণ বিমান দেখতে ভিড় জমাচ্ছেন অত্র এলাকার উৎসুক লোকজন। মানুষের জটলা যেন থামছেই না। এমন জনসমাগম দেখে সুযোগে কেউ কেউ বসিয়েছেন জলখাবারের দোকান। ভ্যানের ওপর ডালভাজা ও চানাচুরের দোকানেও ক্রেতার অভাব নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেখানকার কয়েকটি ছবি। অনেকে বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন। তবে বেশিরভাগ মন্তব্যে একে গ্রামবাংলার সাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুর ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান (এস২-এ জি জি) আছড়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আড়াদীঘি লালপুর এলাকায় বিমানটি আছড়ে পড়ে। সেসনা-১৫২ মডেলের এ বিমান বাংলাদেশ ফ্লাইং ক্লাবের। তবে পাইলটসহ বিমানে থাকা প্রশিক্ষণার্থী (ক্যাডেট) সুস্থ আছেন। তাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে জমিতে পড়ে।

Tags: