muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

রাতে বিঘ্নিত হতে পারে মোবাইল সেবা

আজ দিবাগত রাতে বিঘ্নিত হতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি জানায়, আজ বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে। নতুন তরঙ্গের সেবা নিয়ে আসছে মোবাইল অপারেটরগুলো। তরঙ্গ বিন্যাসের প্রথম ধাপ আগেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাস করা হচ্ছে। নতুন বিন্যাসের কারণে এই সমস্যা হতে পারে।

৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গের সেবা দেবে মোবাইল অপারেটরগুলো। নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু হলে আর সমস্যা থাকবে না। উল্লেখিত সময়ের পর থেকে উন্নতমানের সেবা পাবেন গ্রাহকরা।

Tags: