muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

টেস্ট চ্যাম্পিয়নশিপের অবশিষ্ট দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে লঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা দেন মুমিনুল হকরা।

কোভিড প্রটোকলের কারণে শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন শুরু করবেন তারা। ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর ২১ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ক্যান্ডিতে।

এই সফরে জাতীয় দলের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন শ্রীলঙ্কায় যাচ্ছেন।

শ্রীলঙ্কা সফরে প্রাথমিক দল : মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হক সোহান।

Tags: