muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

রাষ্ট্রপতির শিক্ষক প্রাণেশ চৌধুরী আর নেই

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শান্তিনগরে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, করোনার কারণে প্রাণেশ কুমার চৌধুরীর মরদেহ কিশোরগঞ্জে আনা হবে না। রাতে রাজধানীর বাসাবো শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর খবরে কিশোরগঞ্জ জেলা শহরের শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, দেশ-বিদেশে অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাণেশ কুমার চৌধুরী ১৯৬৪ সালে গুরুদয়াল সরকারি কলেজে যোগদান করেন। তিনি ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন। অধ্যাপনাকালে তিনি বহু কীর্তিমানকে ছাত্র হিসেবে পেয়েছেন।

তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও শিক্ষক।

Tags: