muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

কমবে তাপমাত্রা, হতে পারে ঝড়বৃষ্টি

দেশের বেশকিছু অঞ্চল থেকে উঠে গেছে চলমান তাপপ্রবাহ। সামনে উঠেবে আরও কয়েকটি অঞ্চলে, সঙ্গে কমতে পারে তাপমাত্রাও। পাশাপাশি বাড়তে পারে ঝড়বৃষ্টি। আজ রোববার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থানে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী তিনদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tags: