muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মোদির ফোন না পেয়ে মমতার আক্ষেপ

বড় জয় পেয়ে ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দলের বিশাল জয়ে নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছা বার্তা। কিন্তু এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ফোন পাননি মমতা। তাই আজ সোমবার অনেকটা আক্ষেপ করেই মমতা বললেন, ‘হয়তো উনি ব্যস্ত।’

রোববার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করলে, মোট ২৯২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১৩টি ও বিজেপি ৭৭টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হওয়ার পরপরই মমতাকে অভিনন্দন জানিয়ে টুইটে করেন মোদি।

কিন্তু ফোন করে অভিনন্দন জানাননি তিনি। ফোন না করলেও মমতা টুইট দেখেছেন। তারপরও মমতার আক্ষেপ, ‘এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী ফোন করলেন না। হয়তো উনি ব্যস্ত। এতে আমি কিছু মনে করিনি।’

বিধানসভা নির্বাচনে প্রার্থিতা লাভের আশায় তৃণমূল কংগ্রেসের যেসব সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদেরকে ফের দলে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়।

সোমবার তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, ফিরতে চাইলে সবাইকেই স্বাগত জানানো হবে। সূত্র- আনন্দবাজার

Tags: