muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, শনাক্ত ১৭৪২

করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ৩০ মার্চ সর্বনিম্ন ৪৫ জনের মৃত্যুর তথ্য জানয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ৩৫ দিন দৈনিক মৃত্যু সংখ্যা পঞ্চাশের উপরে ছিল।

গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.৫৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ৫০ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জন।

গত একদিনে আরও ৩ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ মোট হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

Tags: