muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মহাসড়কে দূরপাল্লার বাস আটকে দিচ্ছে পুলিশ

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী দূরপাল্লার বাস সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মোড়ে পুলিশ আটকে দিয়েছে। ফলে রোববার দুপুর থেকে সিরাজগঞ্জের মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

কড্ডা মোড়ের ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি ও সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস আটকে দেওয়ায় ঢাকামুখী যাত্রীদের চরম দূর্ভোগ বেড়েছে। তারা নিরুপায় হয়ে দ্বিগুণ ভাড়ায় কভারভ্যান, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সে ঢাকার দিকে ছুটছেন।

সরেজমিনে দেখা গেছে, সকালে কড্ডার মোড়ে আটকে পড়া কয়েক শ ঢাকামুখী যাত্রী দিনভর বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করেছেন। দূরপাল্লার বাস আটকে দেওয়ায় মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখে গেছে।

তবে বাস শ্রমিকরা গাড়ি চালানোর দাবিতে দুপুরে কড্ডা এলাকায় আন্দোলন করে। এরপরও বাস ছাড়া হয়নি।

ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি জানান, নির্দেশনা পেলে বাস ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।

বিকেলেও কড্ডার মোড় এলাকায় আসা ঢাকামুখী সব বাস আটকে দেওয়া হয়। এ সময় ঢাকাগামী কয়েক বাস অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী কিছু বাসও আটকে দেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি জানান, টাঙ্গাইল ও চন্দ্রা এলাকা থেকেও অনেক দূরপাল্লার বাস ফেরত পাঠানো হচ্ছে।

Tags: