muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিকেএসপির মাঠে ধরা পড়ল বিশাল এক মাগুর

বিকেএসপির তিন নম্বর মাঠে হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ। কিন্তু তীব্র বৃষ্টিতে পণ্ড হয়েছে খেলা। সেখানে জমে থাকা থৈ থৈ পানিতে পাওয়া যাচ্ছে মাছ। তবে অবিশ্বাস্য হলেও সত্য এই মাঠে পাওয়া গেছে বড় এক মাগুর মাছ। গতকাল বিকেলের দিকে মাঠ কর্মীদের একটি দল জমে থাকা পানি থেকে বড় আকৃতির মাগুর মাছটিকে আটকায়।

ব্যস্ত শিডিউলে মঙ্গলবার বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হওয়ার কথা ছিল ডিপিএলের ম্যাচ। ৮৫ মিলিমিটার বৃষ্টিপাতে পণ্ড হয় খেলা। হাঁটু সমান জমে থাকা পানিতে হঠাৎ বড় আকৃতির মাগুর দেখতে পায় মাঠকর্মীরা। এরপর সবাই মিলে মাছটি ধরে ছবি ফেসবুকে দেয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি। কোথায় থেকে এত বড় মাছ এসেছে তা নিয়ে চলছে গবেষণা। যদিও জানা গেছে পাশে বড় আকারে একটা পুকুর রয়েছে।

পানি জমে থাকায় বিকেএসপিতে বন্ধ আছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। ৫ জুন পর্যন্ত যে সূচি আছে সেখানে ভেন্যু তালিকায় বিকেএসপি থাকছে না। মিরপুরে প্রতিদিন ৩টি করে ম্যাচ চলবে।

Tags: