muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেতৃত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া!

১৫ জুন ওমান ম্যাচের আগে কোচ জেমি ডে’র কপালে চিন্তার ভাঁজ। একাদশের তিন জন নিয়মিত ফুটবলার পাচ্ছেন না সাসপেনশনের জন্য। অধিনায়ক জামাল ভূঁইয়া, মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়া এই তিন জনের দুই হলুদ কার্ডের জন্য পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। পরের ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে মিডফিল্ডার মাসুক মিয়া জনির। ফলে ভারত ম্যাচে খেলা একাদশ থেকে চারটি পরিবর্তন আসতে যাচ্ছে ওমান ম্যাচে।

বিশ্বকাপ বাছাইয়ে গত সাত ম্যাচের মধ্যে দুইটি হলুদ কার্ড দেখেছেন জামাল, রহমত ও বিপলু। তিনজনই গত ম্যাচে কার্ড দেখেছেন।

জামাল ভূঁইয়া দেশ ছাড়ার আগে মিডিয়ায় জাতীয় দলের অনুশীলন নিয়ে ফেডারেশনের সমালোচনা করেছিলেন। এতে ফেডারেশন তার ওপর খানিকটা নাখোশ। গত দুই ম্যাচে জামালের পারফরম্যান্সও তেমন ছিল না। সব মিলিয়ে জামালের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে। জামালের পরিবর্তে অধিনায়কত্ব করেছেন নেপালে সোহেল রানা।

সেই সোহেল রানাও নেই ইনজুরির জন্য। ওমান ম্যাচে আর্মব্যান্ড কে পড়বেন ও জামালের ভবিষ্যত কি এনিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সাসপেনশনের জন্য জামাল সামনের ম্যাচে থাকছে না। এখানে অন্য কোনো বিষয় নেই। জাতীয় দল কমিটি কোচের সঙ্গে আলোচনা করে অধিনায়ক ঠিক করবেন পরের ম্যাচের জন্য। কাতার থেকে ফিরে জাতীয় দলের বিষয় নিয়ে ফেডারেশন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

তপু আফগান ম্যাচে গোল করেছেন। বসুন্ধরা কিংসে অধিনায়কত্ব করেন। ফলে তার হাতেই আর্মব্যান্ড ওঠার সম্ভাবনা বেশি।

একাদশের চারজন খেলোয়াড় পাচ্ছেন না জেমি। এটা নিয়ে চিন্তিত হলেও শঙ্কিত নন, ‘একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া নেপালে খেলার অভিজ্ঞতা আছে। তবে ওমানের বিপক্ষে খেলা কঠিন অবশ্যই।’

Tags: