muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

দেশে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৪ জন।

সব মিলিয়ে দেশে কভিডে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

১১ মে দেশে ১২ হাজার মৃত্যুর খবর জানা যায়। পরের এক মাসে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও এক হাজার।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিন সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। কয়েক দফায় এই বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

Tags: