muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

চার নয় ৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব

সাকিব আল হাসানের শাস্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার পর সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি পরিষ্কার করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শনিবার রাতে কর্মকর্তারা জানিয়েছেন, ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাকিবকে ৩ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে বিকেলে সাকিবের ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়ার খবর চাউর হয়। এ বিষয়ে সিসিডিএম বলছে, তাদের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সাকিব শাস্তি মেনে নিয়েছেন বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন। তাই এ ঘটনায় আর কোনো শুনানি হবে না।

এদিন দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল থাকবে। শাস্তির ব্যাপারে আপত্তি থাকলে শুনানিতে ডাকা হতো তাকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব দুই বার আচরণবিধি ভঙ্গ করেন।

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে প্রথমে লাথি মারেন। পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। ম্যাচটা অবশ্য জিতেছে সাকিবের মোহামেডানই।

Tags: