muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা

জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দিন তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

মুমিনুল হক অধিনায়কত্ব করবেন টেস্টে। তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন ওয়ানডেতে। আর টি–টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি–টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি—তিন সংস্করণেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।

Tags: