muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আমার ফোনে আড়িপাতা হয়েছে : মমতা

পেগাসাস সফটওয়্যার দিয়ে বিজেপি সরকার তার মোবাইলও হ্যাক করেছে বলে দাবি তুলেছেন মমতা ব্যানার্জি।

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করতে ‘শহীদ দিবস’ পালন করছে তৃণমূল। এই প্রথম শহীদ স্মরণকে জাতীয় পর্যায়ে নিয়ে গেল তারা। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরায় মমতার ভাষণ শোনার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই তৃণমূলের এমন উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতা এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘ভাবুন, আমি যদি অভিষেককে ফোন করে থাকি, আমার ফোন আর অভিষেকের ফোন ট্যাপ হয়েছে। আমাদের কথাবার্তা সব আড়ি পেতে শুনেছে।’

এরপরই অভিযোগ করেন, তাদের দলীয় বৈঠকের কথাবার্তাও সব রেকর্ড হয়েছে এই পেগাসাসের মাধ্যমে।

মমতা এদিন নিজের ফোনে টেপ লাগানো অবস্থায় উঁচিয়ে দেখান।

মমতা বলেন, ‘২১ জুলাই প্রতি বছর পালন করি। এ বারও অনেক বড় করে করতে চেয়েছিলাম। কিন্তু অতিমারিতে ভার্চুয়াল অনুষ্ঠান করতে হল। সকলকে বলব একজোটে প্রতিবাদে নামুন। জানতে চান, পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ল কেন? টিকা নেই কেন? পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। পেগাসাস হটাও দেশ বাঁচাও। এই আড়ি পাতা ভুলবেন না। এই পেগাসাস-কাণ্ডকে থিতিয়ে যেতে দেবেন না শরদজি, চিদম্বরমজি। আপনাদের কিন্তু ছেড়ে দেয়নি। আড়ি পেতে নির্বাচন জিতছে। ভাবছে সারা জীবন এ ভাবেই ভোট পাবে।’

Tags: