
কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
কিশোরগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন নারী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
জানা গেছে, জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার কন্যা মোছাঃ নাজমা আক্তারকে মাইজখাপন ইউনিয়নের হাজিরগল স্টেশনঘাট এলাকার খোকন মিয়ার সাথে বছরখানেক আগে বিয়ে হয়। সে কিছুদিন আগে স্বামীর বাড়ি হতে বাবার বাড়িতে বেড়াতে আসে। সোমবার রাত তিনটার দিকে ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মারা যাওয়া কন্যার পিতা সিদ্দিক মিয়া বলেন, মেয়েটি মানসিক রুগী ছিলো। রাতের বেলায় আমরা যখন ঘুমে তখন সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।
মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মুনসুর আলী বলেন, মেয়েটির পিতা জানিয়েছে তার কন্যা মানসিক রুগী ছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।