
ইটনায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত
ইটনা (উপজেলার ধনপুর ইউনিয়নে সাবাজ মিয়া (৩৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক পানিতে ডুবে নিহত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই গ্রামের জহুর আলীর ছেলে।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবাজ মিয়া দুপুরে বাড়ির পাশের ভাসান পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে ইটনা থানার এসআই সামছুল হাবিব ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহায়তায় পানিতে অনেক খুজাখুজি করে নিহতের লাশ উদ্ধার করে।