muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

২৪ ঘণ্টায় আরও ১৭৪ মৃত্যু, শনাক্ত ৬৯৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৭৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত ছয় হাজার ৯৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।

এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও ৮৪ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন। সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, খুলনা বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর ও বরিশাল বিভাগে সাত জন করে মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন নয় হাজার ২৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭১ শতাংশ।

Tags: