muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

২৪ ঘণ্টায় ১৫৯ মৃত্যু, শনাক্ত ৬৫৬৬

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে; যা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জন।

এর আগে গত ৪ জুলাই আজকের চেয়ে কম ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মারা যান ১৭২ জন এবং রোগী শনাক্ত হয় ৭ হাজার ২৪৮ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ১৫৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৮৭৮ জন। ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৫৬৬ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৭.৬৪ শতাংশ।

এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনের।

গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।

Tags: