muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

উখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে বজ্রপাতে মোহাম্মদ হারেজ (৩৫) ও নজিমুল হাসান (২৫) নামে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০৪ সাব ব্লকে এ হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে গুরুতর আহত মোহাম্মদ সালাম ও তার দুই কন্যাকে ক্যাম্প-৮ ওয়েস্ট এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হারেজ বালুখালী ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে ও নজিমুল ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশের ১৭ নং ক্যাম্পের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন হারেজ ও হাসেম। সেখানে রাতে ঝড়ো বাতাসহ বৃষ্টি হচ্ছিল, তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হন দুই জামাই। এ সময় বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয় তাদের।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, নিহতরা মোহাম্মদ সালামের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বালুখালী ১৭ নং ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) ইশতিয়াক শাহরিয়ার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ফিল্ড হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tags: