muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কাঠের গুঁড়া আর ধানের কুড়া মিশিয়ে গুঁড়া মসলা!

কিশোরগঞ্জে সাড়ে ৩৯ মণ ভেজাল গুঁড়া মসলা জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদরের পল্লী এলাকার একটি মসলা মিলে অভিযান চালিয়ে এসব ভেজাল মসলা জব্দ করা হয়।

পরে জব্দকৃত এসব ভেজাল মসলা বিনষ্ট করে মিলটির মালিক রুবেল মিয়া (৩৩) কে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রুবেল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ উত্তরপাড়া গ্রামের মো. রহমত আলীর ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, কাঠের গুঁড়া, ধানের কুড়া, পাউডার, ইন্ডাস্ট্রিয়াল কালার ও আগাছা মিশিয়ে এ কারখানায় তৈরি হচ্ছিল ধনিয়া, হলুদ ও মরিচের গুঁড়া মসলা। এসব ভেজাল গুঁড়া মসলা এ চক্রটি দীর্ঘদিন ধরে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে জেলা শহরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।

Tags: