muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু, শনাক্ত হার ৪.৬১ শতাংশ

দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত হার ৪. ৬১ শনাক্ত।

আগের দিন করোনায় ৩৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৬ জন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্ত হার ছিল ৪.৭৯

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এক হাজার ১৪৪ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৬১ শতাংশ।

এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

২৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে।

গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

Tags: