muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

দেশে করোনায় এক দিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৯৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৯৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯টি নমুনা।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। আগের দিন যা ছিল ২ দশমিক ৩৬ শতাংশ।

এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪৫৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের চার ভাগের তিন ভাগ।

যে ১১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ৭ জন ঢাকা এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

তাদের মধ্যে ৯ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Tags: