
কিশোরগঞ্জে পোলট্রি ফিড ব্যবসায়ীদের বিক্ষোভ
কিশোরগঞ্জ জেলায় পোলট্রি ফিড ব্যবসায়ীদের উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল চত্বরে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খামারিরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) পোলট্রিবান্ধব বাজেট, স্বল্প মূল্যে পোলট্রি ও মৎস্য ফিড এবং ডিম, মুরগি ও মাছের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে পোলট্রি ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মো. মহসীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মজিবুর রহমান, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ ঢাকা বিভাগের সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সেন্ট্রাল অর্গানাইজার মো. ইসরাফিল, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ শহীদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে পোলট্রি ফিডে ব্যবহৃত কাঁচামালের মূল্যবৃদ্ধির আশঙ্কায় পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। পোলট্রি খামারিদের সুরক্ষায় পোলট্রি খাতের ওপর আরোপিত কর ও শুল্ক বাতিলের দাবি জানান তারা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে খামারিরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ও জেলা শাখার নেতৃবৃন্দ ও খামারীরা উপস্থিত ছিলেন।