কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি কলা বাগান থেকে কুখ্যাত ডাকাত আমির হোসেন (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের সালুয়া শাহ্ বাড়ির পুকুরের পাশে ফয়েজ উদ্দিনের কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ছলমা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।
বেলাব থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত আমির হোসেন অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে বেলাব থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সালুয়া এলাকাবাসী ফয়েজ উদ্দিনের কলাবাগানে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।