
ইতালিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সজীব আল হোসাইন, ইতালি : ইতালি রোমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ।
অনুষ্ঠানে শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রসই রেস্টুরেন্টে হলরুমে ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম লোকমান হোসেন। ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার লুৎফর রহমান প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আমরা আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সূর্যসন্তানদের, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়।