muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মিরপুরে তামিমের সঙ্গে পাপনের বৈঠক

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। অথচ দেশের ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। এর কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না তিনি। তবে ঠিক কী কারণে দেশসেরা এই ওপেনারের এমন সিদ্ধান্ত তা খোলাসা করতেই বারবার তাকে নিয়ে আলোচনা করছেন বিসিবির কর্মকর্তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। এরপর ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন। এরপর দুই বছর হয়ে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই বাহাতি এই ওপেনার। যদিও ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের সংক্ষিপ্ত সংস্করণেও খেলছিলেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি খেলতে চাচ্ছেন না তামিম ইকবাল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে নাকি এমনটাই জানিয়েছিলেন তিনি। বিপিএলের দ্বিতীয় ম্যাচ শেষে পাপন বলেছিলেন, ‘তামিমের সঙ্গে কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন, তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’

এমন খবরের পর তামিমকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কি টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়ে নিচ্ছেন তিনি? এমনও প্রশ্ন উঠেছে। যদিও সবকিছুর খোলাসা উত্তর জানতে চায় বোর্ড। তাইতো দফায় দফায় এই ওপেনারের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানা গেছে। মঙ্গলবার সেই সুরেই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিপিএলের ম্যাচে মঙ্গলবার দুপুরে মিনিস্টার ঢাকার মুখোমুখি হয়েছিল সিলেট সানরাইজার্স। ম্যাচে ঢাকার হয়ে খেলেন তামিম ইকবাল। বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শেষে তামিমের সঙ্গে বৈঠক হয় বোর্ড সভাপতি ও বোর্ড কর্মকর্তাদের। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘গতকালকেও তামিমের সঙ্গে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সঙ্গে সভাপতি, আমিও ছিলাম। আমাদের সঙ্গে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে, তার পরিকল্পনা নিয়ে। পরিকল্পনা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সঙ্গে কথা বলেছি। তবে তামিমের নিজস্ব একটা পরিকল্পনা আছে। ও সেভাবেই এগোতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।’

Tags: