
শীতবস্ত্র পেল আতরজান বিবিরা
বাজান কম্বলডা পাইয়া অনেক ভালা অইছে। অহন রাইতে আমার নাতিডে আরামে থাকতারবো। কম্বলডাও অনেক ভালা। দোয়া করি আল্লায় আপনেরারে জানে-মানে ভালা রাহুক। প্রতিবন্ধী নাতি হাসি আক্তারের জন্য রাহুল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার দেওয়া কম্বল হাতে পেয়ে দাদী আতরজান বিবি (৮২) এ কথা বলেন।
১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে উপজেলার গুজাদিয়া ইউনিয়নে খয়রত হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ শতাধিক দুস্থ্য ও প্রতিবন্ধী অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন রাহুল প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক অপুর সঞ্চালণায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুজাদিয়া ইউপি চেয়ারম্যা সৈয়দ মাসুদ। প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন, বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, প্রধান আলোচক হিসাবে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল আলম, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এমএ হানিফ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, উপজেলা কৃষক লীগের সমসাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোষ সরকার টিংকু, ৬নং ওয়ার্ড মেম্বার আবু হানিফ খান সোহাগ, পৌর কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান টুকু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, ইচ্ছাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন বাচ্চু বলেন, তীব্র শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাহুল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সংস্থার মতো উপজেলার অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানও তিনি। এছাড়াও রাহুল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার যেকোনো উদ্যোগ গ্রহনে সবসময় পাশে থাকার অঙ্গিকারও করেন তিনি।