
উচ্চাঙ্গ সঙ্গীতে জেলায় প্রথম ইটনার শুভ্রা
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে জাতীয় শিক্ষা সপ্তাহে কিশোরগঞ্জ জেলায় সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে (মাধ্যমিক শিক্ষা) বিভাগের প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীতে জেলায় প্রথম হয়েছে ইটনা উপজেলার শুভ্রা রাণী সাহা। সে উপজেলা সদরের নাথ পাড়া গ্রামের শুভ রঞ্জন সাহার মেয়ে ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান শুভ্রা রাণী সাহার এ কৃতিত্বে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের হাওড় উপজেলা ইটনার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত বিষয়েও যে পিছিয়ে নেই এটা তার বাস্তব প্রমাণ। শুভ্রা জাতীয় পর্যায়ে ও ভাল করবে ইনশাল্লাহ।
ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার তার ছাত্রীর কৃতিত্বে নিজেকে গর্বিত মনে করছেন। শুভ্রার সঙ্গীত শিক্ষক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার রৌয়া গ্রামের বাসিন্দা অরচিত চৌধুরী শুভ্রার এ সাফল্য গর্ববোধ করছেন।