
ইটনায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা
কিশোরগঞ্জের ইটনায় মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বড়বাজারে বিশেষ অভিযান চালিয়ে সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৮ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহমেদ, সার্টিফিকেট সহকারী জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মারুফ আকন্দসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।