muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে রাইস মিল ধসে মেঘনায়, দুই শ্রমিক নিখোঁজ

কিশোরগঞ্জের ভৈরবে একটি রাইস মিল মেঘনা নদীতে ধসে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (১৯ জুন) সকালে ভৈরব পৌরসভার বাগান বাড়ি এলাকার খাজা রাইস মিলে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই এলাকার রহমত উল্লাহর ছেলে মো. শরীফ মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. মুস্তাকিম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভৈরব বাজারের বাগান বাড়ি এলাকা সংলগ্ন স্থানে রাইস মিলের পাকা ঘরের একটি অংশ প্রবল স্রোতে মেঘনা নদীতে ভেঙে পড়ে। এসময় রাইস মিলের দুই শ্রমিক শরীফ ও মুস্তাকিম ভাঙা অংশের সঙ্গে নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযান চললেও প্রবল স্রোতের কারণে এখনও কাউকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, উজানের পানি যেহেতু ভৈরবের মেঘনা দিয়ে নামে, তাই ক’দিন ধরেই মেঘনা উত্তাল। সকালে ভাঙন দেখা দেওয়ার পর মিল কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিলো। তবে বিষয়টি সরকারি পর্যায়ে জানানো হয়েছে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন পাশে আছে।

Tags: