muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কেবল আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না : দুদক সচিব

দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, কেবল আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে সারা দেশের জনগণসহ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এখানে দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। জেলা ও উপজেলায় এসব কমিটি দুর্নীতি প্রতিরোধে কাজ করছে।

রবিবার (৩ জুলাই) সকালে কিশোরগঞ্জে দুদকের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে এটাই আমাদের প্রত্যাশা। সারা বিশ্বে দুর্নীতি নির্মূল হয়ে যায়নি। দুর্নীতি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।

শহরের নগুয়া (বটতলা মোড়) এলাকায় দুদকের অস্থায়ী কার্যালয়টি উদ্বোধনকালে সচিব বলেন, আগে ময়মনসিংহ থেকে এসে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হতো। এখন এ কার্যালয়ের মাধ্যমে দুদক সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, দুদক উপ-পরিচালক সালাউদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: