muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

ইতালিতে ঈদুল আযহা উদযাপিত

সজীব আল হোসাইন, ইতালি : ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।

ইতালিসহ ইউরোপের প্রতিটি দেশে ঈদ উল আযহা পালন করেছেন মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা।

ইতালির ভেনিসে মারঘেরা জামে মসজিদের উদ্যোগে কনকরদিয়া পার্ক ও ভেনিস মেস্ত্রে মুসলিম কমিউনিটির আয়োজনে হাঁস পার্কে এবং সেনজুলিয়ান পার্কে প্রবাসী বাংলাদেশি ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা ঈদুল আযহার জামাতে অংশগ্রহণ করেন।

রাজধানী রোম ছাড়াও নাপলি,পালেরমো, মিলানো,ভেনিস,পাদোভা,সিসিলিয়া, সারদেনিয়া,মনফালকোন সহ অন্যান্য অঞ্চলেও বাঙালি কমিউনিটি উদ্যোগে

ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে।

এসব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।বিপুলসংখ্যক বাংলাদেশি নারীও ঈদের নামাজ আদায় করে পরস্পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

ঈদ উপলক্ষে ইতালিতে সরকারি ছুটি বা রাষ্ট্রীয় কোন বিশেষ আয়োজন না থাকলেও বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বাঙালি  দের মিলনমেলায় কিছুটা স্বদেশী ঈদের আমেজ তৈরি হয়েছে।

ইতালিতে মুসলিম বিশ্ব বা বাংলাদেশের মত ওপেন পশু জবাই করা নিয়ম না থাকা ধর্ম প্রান মুসলমানরা বিভিন্ন গরু ছাগলের ফার্মে ছুটে গিয়েছেন নিজেদের হাতে পশু কোরবানি দেয়ার জন্য চেষ্টা করেন।

Tags: