muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকাকে ‘গৃহহীন মুক্ত উপজেলা’ ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

ভালুকা উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।

মঙ্গলবার (১৯জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্র্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, উপজেলায় প্রায় ১শ’ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। ৩য় পর্যায়ে ৪৫ টি গৃহ নির্মাণের মাধ্যমে ভালুকা উপজেলায় মোট ৩২৪টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

সারাদেশের ন্যায় ভালুকাতেও আগামী ২১ জুলাই সকালে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোকলেসুর রহমান মনির, আক্কাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: