পরকীয়া : কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যা, ভাগ্নে আটক

কিশোরগঞ্জে রোকসানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। পরকীয়ার জের ধরে তার ভাগ্নে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাগ্নে মামুনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের গুরুদয়াল কলেজের ওয়াসীম উদ্দিন মুসলিম ছাত্রবাসের বিপরীত দিকের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রেকসোনা শহরের হারুয়া কলেজ রোড এলাকার তাজুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। অন্যদিকে অভিযুক্ত মামুন শোলাকিয়া এলাকার মো. সোহরাবের ছেলে।

নিহতের স্বামী তাজুল ইসলামের অভিযোগ, রেকসোনার সঙ্গে মামুনের পরকীয়া ছিল। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরকীয়ার সম্পর্কটিও তিনি শুনেছেন বলে জানান। এ ঘটনায় মামুন নামে তার ভাগ্নেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন