muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে নৌকায় মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে জানতে পেরে বিজিবির সদস্যরা নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে নদীতে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, উদ্ধার করা আইস ও ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা। পরে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।

Tags: