muktijoddhar kantho logo l o a d i n g

করোনা

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে ৭০৮ জন নতুন রোগী শনাক্ত হয়।

সাত সপ্তাহ পর গত সোমবার দেশে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা সাতশ ছাড়ায়। সেদিন শনাক্ত হয় ৭১৮ জন। গত মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়। গত বুধবার শনাক্ত রোগীর সংখ্যা কমে হয় ৬৬৫ জন, গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয় ৬৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৪ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬১ জন।

২৪ ঘণ্টায় ৬৮৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tags: