কুলিয়ারচরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতি এলাকায় শরিফ নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জেলার ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার মুক্তার মিয়ার ছেলে।

ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় সড়কে পাশ থেকে বৃহস্পতিবার দিন রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, কুলিয়ারচর থানার ছয়সূতি এলাকার মাটিকাটা এলাকার সড়কের পাশে স্থানীয়রা একজনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কে বা কারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আরও পড়ুন