
ইটনায় শিক্ষক দিবস উদযাপন
ব্র্যাক ও উপজেলা প্রশাসনের আয়োজনে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” শ্লোগানে ইটনায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। উপস্থিত ছিলেন মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, রাজেন্দ্র আশালতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জন্টু রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাইরুল ইসলাম তপন ঠাকুর, সহকারী শিক্ষক কামরুল ইসলাম গাজী, মাওলানা শফিকুল ইসলাম বক্তব্যে দেন।