muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতি একাই ৬ গোল করেছেন।

আজ সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী। ৩২তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি সময়ে হ্যাটট্রিক করেন প্রীতি। চলতি আসরে এটা সুরভীর দ্বিতীয় হ্যাটট্রিক। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

বিরতির পর খেলা শুরু হতেই আবারও গোল করেন সুরভী। ৫৫তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের চমৎকার শটে গোল করেন মিতু। ৬৬তম মিনিটে পূজার পরিবর্তে মাঠে নেমেই গোল করেন ফরোয়ার্ড আয়েশা আক্তার। লাল-সবুজদের হয়ে অষ্টম গোল করেন রিতু। ম্যাচের শেষ দিকে দলের নবম ও নিজের ষষ্ঠ গোল করেন প্রীতি।

টানা তিন ম্যাচ হেরে ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভুটানের জন্য শুধুই নিয়মরক্ষার। এই ম্যাচে ভুটান হারলেই ১১ নভেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।

Tags: