muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন পরিকল্পনামন্ত্রী

অক্টোবরের চেয়ে নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিকভাবে মূল্যস্ফীতি কমেছে।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১০। আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়ছি। ডিসেম্বরে মূল্যস্ফীতি আরও কমার সম্ভাবনা আছে।

মূল্যস্ফীতি কমে যাওয়ার কারণ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শাকসবজির দাম কমেছে। এ ছাড়া ধানের ব্যাপক ফলন হয়েছে। ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও কমবে।

Tags: