ইটনা - January 27, 2023

ইটনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জের ইটনায় পুলিশের বিশেষ চলমান অভিযানে দির্ঘদিন যাবত একের পর এক মাদক কারবারি আটক ও সাজাপ্রাপ্ত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুর পৌনে তিনটায় সদরের পুর্বগ্রাম বরনতলা তিন রাস্তার মোড় থেকে ১কেজি ৭ শত গ্রাম গাজাঁসহ লুৎফর রহমান উরফে রুপতু মিয়া (৫০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুপতু মিয়া উপজেলার জয়সিদ্ধী ইউনিয়নের পশ্চিম করনসী গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

অভিযানে ইটনা থানার এসআই উজ্জল মিয়া সঙ্গীয়ফোর্সসহ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই জুয়েল খান।

ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, আমরা উপজেলা বাসীর সহযোগীতায় মাদক মুক্ত ইটনা গড়তে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


আরও পড়ুন